Monday, August 1, 2016

চেনা চেনা লাগে তবু অচেনা

চেনা চেনা লাগে

চেনা চেনা লাগে তবু অচেনা,
ভালোবাসো যদি কাছে এসো না।।

এলোমেলো পথে চলা,
মনে মনে কথা বলা
আকাশ ভরা স্বপ্ন ঝরা
আকুল করা বেদনা।।

তুমি আমি যেন নদী
চলে যাব নিরবধি
অজানা দেশে যেখানে এসে
আঁধারে মেশে জ্যোছনা।।

0 comments:

Post a Comment