Website-Design

Just fill out simple online form and in just minutes, our designers will get started on your Website Design right away! Once designs have been submitted to your Website Design contest, you`ll be able to rate each entry and provide feedback to designers. Rating entries is easy and quick, and helps to guarantee that you`ll get a Website Design you love! Often the hardest step in the process, you`ll have so many great designs to choose from! Just pick the Website Design you like best and we`ll do the rest.

Web Development

Skdhaka IT develop static website, dynamic website, ecommerce website, different kinds of web portal and other web application. If you need a corporate, exclusive and standard website in low cost then Skdhaka IT is the best solution for you. We can provide you unique design with bug free development. If you want to promote your company in online, we can give you the best supprt.

HELP DESK FORM

Provide information technology services and solutions that enhance teaching and learning experiences through our commitment to excellence.

To find out more about us, you should check out

The PHP IDE project delivers a PHP Integrated Development Environment framework for the Eclipse platform. This project encompasses the development components necessary to develop PHP-based Web Applications and facilitates extensibility. It leverages the existing Web Tools Project in providing developers with PHP capabilities.

Introduction - Free HTML Tutorial

People often think it is extremely difficult to make a website. That is not the case! Everyone can learn how to make a website. And if you read on, you will have made one in just one hour

Tuesday, October 25, 2016

প্রেমের সমাধি ভেঙ্গে

চলে যায়………. বনের পাখি চলে যায়…
পিঞ্জর ভেঙে চলে যায়।
প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়।
তোমায় পাবনা জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়।
খাঁচার পাখি কভু খাঁচায় থাকে না,
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।
পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়।।
ফুল ফুটেছিল মনেরও বাগিচায়,
পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়।
কোন অপরাধে আমার প্রেমের তরী অকূলে ভাসালে????
আআআআআআআ……. আআআ……..আআআ…..
আমি ছিলাম তোমার চোখের মনি কেন আঁধারে ডুবালে ????
তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও,
তোমার স্মৃতি স্মরনে বেঁচে রব জীবনে, আমি চোখের জলে।
তীরভাঙা ঢেউ আমি, আমি নীড়ভাঙা ঝড়,
উজান ভাটির দুনিয়াতে সব ই হল পর।
চেয়েছিলাম আমি হৃদয়ে তোমার সুখের প্রদীপ জ্বালাবো,
আআআআআআআ……. আআআ……..আআআ…..
সুখে যদি থাকো আমি শত দুখে হেসে যাব….
তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও।
প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়,
তোমায় পাবনা জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়।


  • শিল্পীঃ এন্ড্রু কিশোর
  • অ্যালবামঃ প্রেমের সমাধি
  • সুরকারঃ পাওয়া যায় নি
  • গীতিকারঃ পাওয়া যায় নি
  • বছরঃ পাওয়া যায় নি
  • বিভাগঃ জীবনমুখী গান

Monday, August 1, 2016

সে যে বসে আছে [She Je Boshe Ache]

শিরোনাম: সে যে বসে আছে [She Je Boshe Ache]
অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)
অ্যালবাম: চাইনা ভাবিস (Chaina Bhabish)














সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে ।।

তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে ।।

সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার তাল গুনছে ।।

সেই গুন গুন মনের গান বৃষ্টি নামায়
টপ টপ টপ ফোটা পড়ে অনেক ক্ষণ
সেই বৃষ্টি ভেজা মনে ডাক দিয়েছে
ভেজা কাক হয়ে থাক আমার মন ।।

Chaira Gelam Matir Prithibi (ছাইড়া গেলাম মাটির পৃথিবী)

Title : Chaira Gelam Matir Prithibi (ছাইড়া গেলাম মাটির পৃথিবী)
Artist : Obscure
Album : N/A

Download Obscure - Chaira Gelam Matir Prithibi

 

Obscure



ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই,
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।

রক্তে আমার মিইশা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ভর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!

কিসের আশায় মন সপিলাম সুরেরই মেলায়
কী পাইলাম আর কী হারাইলাম সঙ্গীতের খেলায়।
কাইন্দা কাইন্দা বলে আমার মন
ভাংলো কেন সুরেরই স্বপন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!

সাদা কাফন পইড়া গেলাম আন্ধার কবরে
রাইখা গেলাম আমারই গান তোমাদের তরে।
আমায় মনে রাইখো চিরদিন
রঙ্গিন নেশায় কইরো না বিলীন
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান!!

চলে গেছ তাতে কি


চলে গেছ তাতে কি

চলে গেছ তাতে কি?
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়
লোকে আমারে শুধায়...
ভালোবাসা কারে কয়? বলনা...

কিছু বৃষ্টির বিনিময়
হলে ভালোবাসা হয়
লোকে তারে ভালোবাসা কয়
আমি বলি ছলনা
এই সবই যন্ত্রনা
এগুলা ভালোবাসা নয়
লোকে আমারে শুধায়...
ভালোবাসা কারে কয়? বলনা...


i wanna say i love u
my love is only for u
i love u untill i am alive
hey girl plz don't refuse me
accept my love seriously
request my.....


দিল কি ইস কোনে পার
রাহো মে তুম আগার
ইস দিল মে কেয়া হে সোচোনা...
আদমি হামসে ইয়ে পুছে
পেয়ার কিস্কো কেহতা হে...বলোনা

এতক্ষন যা শুনছিলেন
সবছিলো আবেগের কথা
এখন বলছি বাস্তবতা
বেশি টাকার বিনিময়
ভালো ফাস্টফুডে খাওয়া হয়
মেয়েরা তাকে ভালোবাসা কয়
টাকা পয়সা ফুরালে
মেয়ারা যে যায় চলে
ছেলেদের বুড়ো আঙ্গুল দেখিয়ে
লোকে আমারে শুধায়...
মানুষ কেন ধোকা খায়? বলনা...

বিয়া হইসে তাতে কি?
হলুদে তো এসেছি
বসেছিলে মন্ডপের কোনায়...
চলে গেছো তাতে কি?
নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরি।
লোকে আমারে শুধায়...
মানুষ কেন ছেকা খায়? বলনা...

মরে গেছো তাতে কি?
জানাজায় তো এসেছি
শুয়ে রবে কবরের কোনায়
লোকে আমারে শুধায়...
মানুষ কেন মারা যায়? বলনা...


জীবন আছে যতদিন
খেয়ে যাও গাজা ততদিন
পরে রবে ভাবের মুর্ছনায়
লোকে আমারে শুধায়...
মানুষ কেন গাজা খায়? বলনা...


এই কন্ঠ যতদিন
গেয়ে যাব গান ততদিন
পরে রব সুরের মুর্ছনায়
লোকে আমারে শুধায়...
মানুষ কেন গান গায়? বলনা

চলে গেছো তাতে কি?
ভালোবেসে মরেছি
তুমি আছো হৃদয়ের আয়নায়

চলে গেছ তাতে কি, নতুন একটা পেয়েছি
তোমার চেয়ে অনেক সুন্দরী…

আকাশের হাতে আছে একরাশ নীল

আকাশের হাতে আছে একরাশ নীল

 ছবি: আয়না ও অবশিষ্ট


আকাশের হাতে আছে এক রাশ নীল,
বাতাসের আছে কিছু গন্ধ।
রাত্রির গায়ে জ্বলে জোনাকী
তটিনীর বুকে মৃদু ছন্দ।।
আমার এ দু’হাত শুধু রিক্ত,
আমার এ দু’চোখ জলে সিক্ত।
বুক ভরা নীরবতা নিয়ে অকারণ
আমার এ দুয়ার হলো বন্ধ।।
ভেবে তো পাইনি আমি
কি হলো আমার।
লজ্জা প্রহরে কেন,
খোলে নাকো দ্বার।
জানি না কেমন করে বলব,
খেয়ালে কতই ভেসে চলব।
বলি বলি করে তবু বলা হলো না।
জানি না কিসে এতো দ্বন্দ্ব।।

আশা ছিল ভালোবাসা ছিল

আশা ছিল ভালোবাসা ছিল


আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।।

এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত
কথা যেত হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই।।

আজ তুমি কতদূরে
মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ
ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায়
যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই।।

এক জীবন - শহীদ / শুভমিতা

এক জীবন

শিল্পী : শহীদ / শুভমিতা
এলবাম : নীলাম্বরি

 
তুমি আমি কাছাকাছি আছি বলে
এ জীবন হয়েছে মধুময়,
যদি তুমি দুরে কখনো যাও চলে
শুধু মরন হবে আর কিছু নয় ।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়

তোমারি পরশে ভালোবাসা হায়
আসে মনের ই আঙ্গিনায়,
নয়ন ভরে দেখি তোমায়
তবুও বুঝি দেখার শেষ নাই।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়


সুখের সাগরে ঢেউয়ে ঢেউয়ে
দু'জনে একসাথে ভেসে যাই,
ভেসে ভেসে ভালোবেসে
সারাটা জীবন থাকতে চাই ।
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়