Tuesday, October 25, 2016
প্রেমের সমাধি ভেঙ্গে
চলে যায়………. বনের পাখি চলে যায়…
পিঞ্জর ভেঙে চলে যায়।
প্রেমের সমাধি ভেঙে, মনের শিকল ছেড়ে পাখি যায় উড়ে যায়।
তোমায় পাবনা জানি, শুধু চোখের পানি দিয়ে গেলে আমায়।
খাঁচার পাখি কভু খাঁচায় থাকে না,
বনেরও পাখি বনের মায়া ছাড়ে না।
পাখি যায় উড়ে যায়, আমার হৃদয় ভেঙে যায়।।
ফুল ফুটেছিল মনেরও বাগিচায়,
পানি বিনা পাপড়ি সবই ঝরে যায়।
কোন অপরাধে আমার প্রেমের তরী অকূলে ভাসালে????
আআআআআআআ……. আআআ……..আআআ…..
আমি ছিলাম তোমার চোখের মনি কেন আঁধারে ডুবালে ????
তুমি যাও চলে যাও, শুধু স্মৃতি রেখে যাও,
তোমার স্মৃতি স্মরনে বেঁচে রব জীবনে, আমি চোখের জলে।
তীরভাঙা ঢেউ আমি, আমি নীড়ভাঙা...
Monday, August 1, 2016
সে যে বসে আছে [She Je Boshe Ache]
6:03 AM
No comments

শিরোনাম: সে যে বসে আছে [She Je Boshe Ache]
অর্ণব চৌধুরী (Arnob Chowdhury)
অ্যালবাম: চাইনা ভাবিস (Chaina Bhabish)
সে যে বসে আছে একা একা
রঙিন স্বপ্ন তার বুনতে
সে যে চেয়ে আছে ভরা চোখে
জানালার ফাঁকে মেঘ ধরতে ।।
তার গুন গুন মনের গান বাতাসে উড়ে
কান পাত মনে পাবে শুনতে
তার রঙের তুলির নাচে মেঘেরা ছুটে
চোখ মেল যদি পার বুঝতে ।।
সে যে বসে আছে একা একা
তার স্বপ্নের কারখানা চলেছে
আর বুড়ো বুড়ো মেঘেদের দল বৃষ্টি নামার...
Chaira Gelam Matir Prithibi (ছাইড়া গেলাম মাটির পৃথিবী)
6:02 AM
No comments

Title : Chaira Gelam Matir Prithibi (ছাইড়া গেলাম মাটির পৃথিবী)
Artist : Obscure
Album : N/A
Download : Obscure - Chaira Gelam Matir Prithibi
Obscure
ছাইড়া গেলাম মাটির পৃথিবী
জীবন খেলায় হারাইলাম সবই,
বুকে জমাট বাধা অভিমান
কী নিঠুর এই নিয়তির বিধান।
রক্তে আমার মিইশা ছিল সুরের ছোয়া
হৃদয় দিয়া বাইয়া গেছি সংগীতের খেয়া।
আশায় আশায় কাটলো জীবন ভর
পার হই নাই তবু সুর সাগর
বুকে জমাট বাধা অভিমান
কী...
চলে গেছ তাতে কি
6:01 AM
No comments
চলে গেছ তাতে কি
চলে গেছ তাতে কি?ভালোবেসে মরেছিতুমি আছো হৃদয়ের আয়নায়লোকে আমারে শুধায়...ভালোবাসা কারে কয়? বলনা...কিছু বৃষ্টির বিনিময়হলে ভালোবাসা হয়লোকে তারে ভালোবাসা কয়আমি বলি ছলনাএই সবই যন্ত্রনাএগুলা ভালোবাসা নয়লোকে আমারে শুধায়...ভালোবাসা কারে কয়? বলনা...i wanna say i love umy love is only for ui love u untill i am alivehey girl plz don't refuse meaccept my love seriouslyrequest my.....দিল কি ইস কোনে পাররাহো মে তুম আগারইস দিল মে কেয়া হে সোচোনা...আদমি হামসে ইয়ে পুছেপেয়ার কিস্কো কেহতা হে...বলোনাএতক্ষন যা শুনছিলেনসবছিলো আবেগের কথাএখন বলছি বাস্তবতাবেশি...
আকাশের হাতে আছে একরাশ নীল
5:30 AM
No comments
আকাশের হাতে আছে একরাশ নীল
ছবি: আয়না ও অবশিষ্ট
আকাশের হাতে আছে এক রাশ নীল,বাতাসের আছে কিছু গন্ধ।রাত্রির গায়ে জ্বলে জোনাকীতটিনীর বুকে মৃদু ছন্দ।।আমার এ দু’হাত শুধু রিক্ত,আমার এ দু’চোখ জলে সিক্ত।বুক ভরা নীরবতা নিয়ে অকারণআমার এ দুয়ার হলো বন্ধ।।ভেবে তো পাইনি আমিকি হলো আমার।লজ্জা প্রহরে কেন,খোলে নাকো দ্বার।জানি না কেমন করে বলব,খেয়ালে কতই ভেসে চলব।বলি বলি করে তবু বলা হলো না।জানি না কিসে এতো দ্বন্দ্ব...
আশা ছিল ভালোবাসা ছিল
5:27 AM
No comments
আশা ছিল ভালোবাসা ছিল
আশা ছিল ভালোবাসা ছিল
আজ আশা নেই, ভালোবাসা নেই।।
এই সেই কৃষ্ণচূড়া
যার তলে দাঁড়িয়ে
চোখে চোখ হাতে হাত
কথা যেত হারিয়ে
আজ এখানে আমার আশার সমাধি
ব্যথা জানাবার ভাষা নেই
আশা নেই, ভালোবাসা নেই।।
আজ তুমি কতদূরে
মুছে গেছ মরণে
নেই কাছে তবু আছ
ব্যথা ভরা স্মরণে
ফিরে চলে যায়
যে সময় হায় একবার
তার যাওয়া আছে আশা নেই
আজ আশা নেই, ভালোবাসা নেই।...
এক জীবন - শহীদ / শুভমিতা
5:26 AM
No comments
এক জীবন
শিল্পী : শহীদ / শুভমিতাএলবাম : নীলাম্বরি
তুমি আমি কাছাকাছি আছি বলেএ জীবন হয়েছে মধুময়,যদি তুমি দুরে কখনো যাও চলেশুধু মরন হবে আর কিছু নয় ।তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়এক জীবনে এত প্রেম পাব কোথায়তোমারি পরশে ভালোবাসা হায়আসে মনের ই আঙ্গিনায়,নয়ন ভরে দেখি তোমায়তবুও বুঝি দেখার শেষ নাই।তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়এক জীবনে এত প্রেম পাব কোথায়সুখের সাগরে ঢেউয়ে ঢেউয়েদু'জনে একসাথে ভেসে যাই,ভেসে ভেসে ভালোবেসেসারাটা জীবন থাকতে চাই ।তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়এক জীবনে এত প্রেম পাব কোথায...
Subscribe to:
Posts (Atom)